মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধে নৌবাহিনী মোংলার পৌর শহরে জীবাণুনাশক স্প্রে করছেন। এছাড়া জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। এর আগে গত ২৮ মার্চ বন্দরের শিল্প এলাকায় জীবাণুনাশক স্প্রের পাশাপাশি দেড়শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধায়নে মোংলায় এলাকায় কার্যক্রম শুরু করেছে নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট ও দিগরাজ নৌঘাঁটি। নৌবাহিনীর এ কার্যক্রম করোনা সংক্রমণ রোধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা লে: কমান্ডার তানভীর খান।