মোংলায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন

প্রকাশঃ ২০১৮-০৩-০৬ - ০২:৩৪

মোংলা প্রতিনিধিঃ মোংলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মোংলা উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে সমিতির নেতৃবৃন্দসহ সকল সদস্যরা। দাবী আদায়ের এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ মোজাফফর হোসেন, সংগঠনের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন ও হাবিবুর রহমান এবং মনজিৎ মন্ডল।