মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে ছাগল, মুরগি, হুইল চেয়ার, ওষুধ, দোকানের মুদি মালামাল, শিক্ষা উপকরণ এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে কারিতাস’র আয়োজনে ২৬ প্রতিবন্ধী পরিবারের মাঝে এ সহায়তা প্রদাণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার অসহায় প্রতিবন্ধীদের হাতে কারিতাসের এ সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, কারিতাস’র এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন রবার্ট গোলদার ও মাঠ কর্মকর্তা রবিন সরকার উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আওতায় মোংলার প্রবীণ, প্রতিবন্ধী নারী-পুরুষ, শিক্ষার্থী ও মাদকাসক্তদের সহায়তায় কাজ করে যাচ্ছেন।