মোংলায় বিএনপি নেতা নব কুমার মন্ডলের পরলোক গমন

প্রকাশঃ ২০১৮-০৩-২৮ - ১৮:৫৬

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার সুন্দরবন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, দামের খন্ড ঐতিহ্যবাহী নামযজ্ঞ অনুষ্ঠান আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সুন্দরবন ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান কল্যাণ পরিষদের সভাপতি বাবু নব কুমার মন্ডল (৬০) পরলোক গমন করেছেন। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম। নব কুমার মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফরিদুল ইসলাম বলেন, নব কুমার ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তার অকাল মৃত্যুতে স্থানীয় বিএনপি’র যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।