মোংলা প্রতিনিধি : মোংলায় বিএনপি নেতা আবুল কালাম আজাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সিগনাল টাওয়ার এতিমখানায় মিলাদ, দোয়া ও কুরআন খতম দেয়া হয়েছে। এতিমদের ইফতার করানোর পাশাপাশি মরহুমের পরিবারের পক্ষ থেকে সিগনাল টাওয়ার এলাকার তার নিজ বাড়ীতে এতিম ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। আবুল কালাম আজাদ ওরফে পেয়ার কালাম মোংলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। প্রয়াত বিএনপি নেতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে দলের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় সকলে বিএনপি এ নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।