মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ইভটিজিং বন্ধসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে বিভিন্ন স্কুল-কলেজে স্থাপনের জন্য সিসি ক্যামেরা দিয়েছেন মোংলা পোর্ট পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (৮টি) প্রধানদের হাতে এ সিসি ক্যামেরা তুলে দেন। এ সময় প্রতিটি স্কুল ও কলেজের জন্য ৮টি করে সিসি ক্যামেরা দেয়া হয়েছে। এর আগে তিনি নব নির্মিত পৌর কমপ্লেক্স মার্কেটের দোকান বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের হাতে পৌর কর্তৃপক্ষের চুক্তিপত্র তুলে দেন। অনুষ্ঠানে পৌর মেয়র জুলফিকার আলী ছাড়াও পৌর সচিব অমল কৃঞ্চ সাহা, প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, কাউন্সিলর আলাউদ্দিন, আ: রাজ্জাক, পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।