আবু হোসাইন সুমন, মোংলা : ‘বাঘগোত্রীয় প্রাণীরা আজ বিপদাপন্ন, এদের রক্ষায় এগিয়ে আসুন’ শ্লোগানে মোংলায় পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস’১৮। বন্যপ্রাণী দিবস উপলক্ষে সোমবার সকালে বন বিভাগের আয়োজনে সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়া বর্ণাঢ্য রালী বৈদ্যমারী বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে চিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব বন্যপ্রাণী দিবসের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো: আমির হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবনে বিভাগী বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল আল মামুন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা মো: মদিনুল আহসান, ডলফিন প্রজেক্ট’র প্রজেক্ট ম্যানেজার মো: রেজাউল করিম, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো: শাহিন কবির, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ক্রেল’র সমন্বয়কারী তৌহিদুর রহমান, সিএমসি সভাপতি গাজী জহুরুল ইসলাম, জিওপিএ প্রতিনিধি পঞ্চানন কুমার ঢালী ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ইনচার্জ হাওলাদার আজাদ কবির। র্যালী ও আলোচনা সভায় সুন্দরবন সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের বন নির্ভরশীল জনগোষ্ঠীর বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহণ করেন। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান বলেন, বিশেষ করে এ ধরণের আয়োজন আগে খুলনা বিভাগীয় শহর ও সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা শহরে করা হতো। কিন্তু এবার তার ব্যতিক্রম করা হয়েছে, কারণ বন্যপ্রাণী সম্পর্কিত এ প্রচারণা মুলত সুন্দরবন সংলগ্ন ও বন নির্ভরশীল যারা তাদের জন্য করা প্রয়োজন। যাতে তারা বাঘসহ অন্যান্য সকল বন্যপ্রাণী সম্পর্কে ধারণা, সচেতনতা ও রক্ষায় এগিয়ে আসতে পারে।