মোংলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২০-০৫-৩০ - ২৩:৫১

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলায় পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার পৌর শহরের দলটির অস্থায়ী কার্যালয়ে কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন, পৌর কাউন্সিলর ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কাউন্সিলর ইমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুলসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলে।