মোংলায় লোডশেডিংকালে হাসপাতালে চলে না জেনারেটর

প্রকাশঃ ২০২২-০৮-০৩ - ২২:২৫

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : লোডশেডিংকালে মোংলার সরকারী হাসপাতালে চলেনা জেনারেটর। তাই অন্ধকারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাসপাতালের বেডের রোগীরা। বুধবার রাত ৮টা বাজার কয়েক মিনিট আগে দেয়া হয় লোডশেডিং। আর ঠিক ৮টায় গিয়ে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ভুতুড়ে অন্ধকার। হাসপাতালের বেডে অন্ধকারে শুয়ে-বসে আছেন রোগীরা। স্বজনেরা অন্ধকারেই তাদের রোগীদের বাতাস করছেন। আর ইনডোর রুমে মোবাইলের লাইট জ্বালিয়ে বসে আছেন সেবিকারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক সোহেল মোল্লা বলেন, হাসপাতালে সব সময় লোক থাকেনা, তাই সময় মত (লোডশেডিংকালে) জেনারেটর চালানো সম্ভব হয়না। রাতে জেনারেটর চালানোর মত লোক হাসপাতালে নেই।