আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোংলা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও প্রখ্যাত শ্রমিক নেতা রাজনীতিক শহীদ আব্দুল বাতেন’র ১৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোংলা পোর্ট পৌরসভা, মোংলা নাগরিক সমাজ এবং শহীদ আব্দুল বাতেন’র পরিবারের আয়োজনে পৃথক পৃথক আয়োজনের মধ্যদিয়ে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। মোংলা নাগরিক সমাজের আয়োজনে কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক পৌর যুবলীগ সভাপতি ও সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম, প্রয়াত আব্দুল বাতেন’র ভাই মোঃ জসিম উদ্দিন, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব হাসান, যুবদল নেতা এমরান হোসেন ও মাহবুবুর রহমান মানিক। এ সময় দোয়া-মোনাজাত পরিচালনা করেন কবরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান। মোংলা পোর্ট পৌরসভা আয়োজিত বাজার জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত ও আলোচনা সভায় সভাপতিত্ব পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক মোঃ নূর আলম, সাবেক কাউন্সিলর এমরান হোসেন, পৌর কাউন্সিলর খুরশীদ আলম প্রমুখ। উল্ল্যেখ্য. ২০০৪ সালের ১৮ মার্চ সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল বাতেন আততায়ীর গুলিতে নিহত হন।