মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ সুরক্ষায় মোংলায় সাংবাদিকদের পিপিই দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। মঙ্গলবার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সকল সদস্যদের হাতে একটি করে পিপিই তুলে দেন তিনি। এ সময় মোংলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সভাপতি এম এ মোতালেক, মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখসহ ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম মোংলা প্রেসক্লাবের সদস্য এবং বাংলাটিভির মোংলা প্রতিনিধি।
এর আগে প্রেসক্লাব সদস্য সাংবাদিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখের পক্ষ থেকেও ক্লাবের সকল সদস্যদেরকে পিপিইসহ করোনাভাইরাস সুরক্ষার প্রয়োজনীয় উপকরণাদী/ দ্রব্য সামগ্রী দেয়া হয়েছে। এছাড়া পুলিশ ও নৌ বাহিনীর পক্ষ থেকেও সাংবাদিকদের করোনাভাইরাস প্রতিরোধক উপকরণাদী দেয়া হয়।