মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে মোংলায় দুই গ্রুপ হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিলা (২২) ও শিখা (৫৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে পৌর শহরের মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আহত হিজড়া শিলা ও শিখা অভিযোগে জানা যায়. মোংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কালেকশনসহ তাদের সামাজিক কর্মকান্ড করবেন। শিখা ও শিলা এবং প্রেমা ও হাসি হিজড়া নিজেদের মধ্যে তিন’শ টাকার ষ্ট্যাম্পে এলাকা ভিত্তিক সীমানা চুক্তি করেন। কিন্তু কিছুদিন না যেতেই সেই চুক্তি না মেনে প্রেমা হিজড়া শিলা ও শিখার এলাকায় ঢুকে কালেকশন শুরু করলে তারা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাদের ওপর হামলা করে প্রেমাসহ তাদের দলের অন্যরা। এতে শিলা ও শিখা মারাত্নক আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আহত শিলা ও শিখা।
এদিকে প্রেমা হিজড়া দাবী করেন, আমি কেউকে মারিনি, শিখা ও শিলা আমাকে মারধর করেছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি এখনও এ ধরণের কোন অভিযোগ হাতে পাইনি, পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।