মোংলা প্রতিনিধি : মোংলায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সম্পন্ন ৫টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফেলুর খন্ড স্কুল-কাম সাইক্লোন সেল্টারের সংযোগ সড়ক, চিলা-বাংলাদেশ স্কুল-কাম সাইক্লোন সেল্টার ও এর সংযোগ সড়ক, উত্তর জয়মনিরঘোল স্কুল-কাম সাইক্লোন সেল্টার ও সংযোগ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, চাদপাই ইউপি মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবুল ফজল ও ইলেকট্টিশিয়ান মনিরুল ইসলামসহ অন্যান্যরা। প্রকল্প উদ্বোধনকালে পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, উন্নয়নের পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও মোংলা এখন অনেক এগিয়ে। বন্দর ও পৌর শহরের সাথে তাল মিলিয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্রই এখন ইট-পাথরের পাকা রাস্তা। কোথাও কোন মাদা-মাটি কিংবা কাচা রাস্তা নেই। কোন খালে চার/সাকো নেই, সবখানেই ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে। দুর্যোগে মানুষের জানমালের রক্ষায় এ এলাকায় নির্মাণ করা হয়েছে পর্যাপ্ত সাইক্লোন সেল্টারও। আর এ সকল উন্নয়ন কেবল আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখনই হয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে এ এলাকার রাস্তা-ঘাটে একটি ইটও বসাতে পারেনি। তারা মানুষের ভাগ্যের উন্নয়নে কোন কাজও করেনি, করেছে শুধু লুটপাট। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার কারণেই মোংলা এলাকায় এ সকল দৃশ্যমান উন্নয়ন করা সম্ভব হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবাণ জানান।