মোংলায় ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে লায়ন ক্লাব চ্যাম্পিয়ান

প্রকাশঃ ২০১৮-০৩-২৮ - ১১:০৩

মোংলা প্রতিনিধি : মোংলায় ১৬ দলীয় শেখ আব্দুল হাই স্মৃতি ডিউজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘টেন টাইগার ওয়ান লায়ন’ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। রানারআপ হয়েছে ‘মুসলিম পাড়া’ স্পোটিং ক্লাব। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব এম আর রানা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলা ক্রীড়া পরিষদের উদ্যোগে গত ৯ মার্চ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।