মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষ থেকে এ শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯শ নারী-পুরুষের হাতে এ শীত বস্ত্র তুলে দেন প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নব নির্বাচিত পৌর মেয়র শেখ আ: রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও মোল্লা তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।