মোংলা প্রতিনিধিঃ মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন’র এনেক্স এলাকায় অস্থায়ী লেবার হিসেবে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক দালাল চক্রের সদস্য পল্লব মন্ডল (২৭) কে আটক করা হয়েছে। আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের হাতে আটক পল্লব মোংলার বুড়িরডাঙ্গার প্রতুল মন্ডলের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা) স্টাফ অফিসার (গোয়েন্দা) লে : এম, সেলিম বিশ্বাস জানান, প্রতারত চক্রের সদস্য পল্লব মন্ডল বৃহস্পতিবার খুলনা জেলার দাকোপ উপজেলার আন্ধারমানিক গ্রামের আব্দুল গনি মৃধার ছেলে মো : আজিজুর রহমান মৃধার (১৮) কাছ থেকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের এনেক্স এলাকায় অস্থায়ী লেবার হিসেবে চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ চায় এবং তাকে কোস্টগার্ড অফিসে পাঠায়। আজিজুর রহমান মৃধা ও তার চাচা রুস্তম মৃধা কোস্টগার্ড কার্যালয়ে গিয়ে জানতে পারে সেখানে অস্থায়ী লেবারের চাকুরী নিতে কোন প্রকার টাকার প্রয়োজন নেই। তখন তারা প্রতারক পল্লব মন্ডলকে মোটা অংকের টাকা দেয়ার বিষয়টি কোস্টগার্ড কর্মকর্তাদের জানায়। এ খবর জানার পর কোস্ট গার্ড পল্লব মন্ডলকে খুজে আটক করে। আটক পল্লব কোস্ট গার্ডের কাছে চাকুরীর দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন।