মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সোমবার দিনভর মহাসড়কের কাটাখালী থেকে দিগরাজ পর্যন্ত রাস্তার পাশে গড়ে উঠা কয়েক’শ কাচা-পাকা ঘর ভেঙ্গে দিয়ে সরকারী জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনার সম্পদ ও আইন বিভাগের কর্মকর্তা মো: শরিফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ ডাকুয়া, উপ-সহকারী প্রকৌশলী সোয়েব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী নুর এ আলম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আঃ রাজ্জাক ও সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। উচ্ছেদের পর সরকারী এ জায়গায় গাছ লাগিয়ে বনায়নের সৃষ্টির পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে যাতে আর দখল না হয়। আগামী ৪ এপ্রিল মোংলা বন্দরের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান। এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও ব্যাপক আলোকসজ্জাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।