মোংলা-ঘাষয়াখালী চ্যানেল এখন ‘বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল’

প্রকাশঃ ২০২২-০১-১৯ - ১৩:২০
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের নাম পাল্টে গেছে। চ্যানেলটির নতুন নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল’। এ ক্যানেলটি আন্তর্জাতিক নৌ প্রটোকল রুট হিসেবে খ্যাত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের নদী পথের গুরুত্ব বিবেচনায় মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলটি খনন করেছিলেন। নাব্যতা সংকটের কারণে ক্যানেলটি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বন্ধ থাকে। মোংলা বন্দর সচল রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১৫ সালে ক্যানেলটির নাব্যতা রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ক্যানেলটির উদ্বোধন করেন। জাতির পিতার স্মৃতিকে ধরে রাখতে তার জন্মশতবার্ষিকীতে মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল নামকরণ করার বিষয়ে মতামত/সম্মতির আবেদনের অনুমোদন দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এরপর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের নামকরণের বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মোঃ আনিসুজ্জামান রকি জানান, এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৯ জানুয়ারী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়েছে। তাই এখন থেকে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলটি ‘বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল’ হিসেবে নামকরণ ও এর পরিচিতি হবে।