আবু হোসাইন সুমন, মোংলা : ‘পানির জন্য প্রকৃতি’ শ্লোগানে মোংলায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পশুর রিভার ওয়াটাকিপারের আয়োজনে ‘পশুর নদী বাঁচাও-সুন্দরবন বাঁচাও’ দাবীতে মোংলার পশুর নদীতে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পশুর নদীর কানাইনগর এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটাকিপারের মোংলা সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী তানজীম হোসেন মুকুল, কমলা সরকার, মিনু হালদার ও মারুফ বিল্লাহ। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনের প্রাণ হচ্ছে পশুর নদী। কিন্তু পানি দূষণ এবং শিল্প-কলকারখানার চাপে পশুর নদী ও সুন্দরবন বিপর্যস্ত। নদীতে তেলবাহী এবং অন্যান্য রাসায়নিক ভর্তি জাহাজ/নৌযান ডুবির ফলে প্রতিনিয়ত জলজ প্রাণী হুমকিতে রয়েছে। প্রকৃত ইআইএ ছাড়া পশুর নদী খননের ফলে বিলুপ্ত প্রায় ইরাবতি ডলফিন ও একমাত্র লবণ পানি প্রজাতির কুমিরসহ অন্যান্য প্রাণীর ক্ষতিসহ হুমকির মুখে পড়েছে।