মোংলা প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে মোংলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে থানা ও পৌর ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানা ছাত্রদলের সভাপতি এম সাইফুল, সাধারণ সম্পাদক এম,এ কাশেম ও যুবদল নেতা মো: ইকবাল হোসেন। মানববন্ধনে অংশ নেয়া নেতা-কর্মীদের হাতে শোভায় পায় বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবী সম্বলিত ব্যানার ও পোস্টার।