মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলায় শ্রম কল্যাণ কেন্দ্র’র নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা পৌনে ১২ টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শ্রম কল্যাণ কেন্দ্রটির উদ্বোধন করেন তিনি। মোংলা পৌর শহরের শ্রম কল্যাণ রোডের শ্রম কল্যাণ কেন্দ্র ভবন উদ্বোধনকালে এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসক-কর্মচারী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় বসে প্রধানমন্ত্রী ভবনটি উদ্বোধনের পর এ ভবনের নামফলক উন্মোচন করেন স্থানীয় প্রশাসন ও রাজনীতিকেরা। এ সময় ওই কেন্দ্রের কর্মকর্তারাসহ বিভিন্ন ক্যাটাগরির শ্রমিকেরাও উপস্থিত ছিলেন।
এ শ্রম কল্যাণ কেন্দ্রটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তরের অধীনস্হ। এটি মুলত একটি সেবামূলক প্রতিষ্ঠান। মোংলা বন্দর এলাকার শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ সরবরাহ, প্রজনন স্বাস্থ্য শিক্ষা, পরিবার পরিকল্পনা সেবা, চিত্তবিনোদন সেবা, পরিবার কল্যাণ ও শ্রমিকদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ প্রদাণে ১৯৮০ সালে এ কেন্দ্রটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রটিতে বর্তমানে ৪ জন কর্মকর্তা/কর্মচারী সমন্বয়ে ১১ জনের জনবলে পরিচালিত হয়ে আসছে।