মোংলা প্রতিনিধি : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলা বন্দর বাংলাদেশের একটি সম্ভাবনাময় বন্দর। দেশের অর্থনীতিতে এ বন্দর আগামী দিনে অনেক অবদান রাখবে। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধ্বস্ত পোর্টকে নতুন করে জীবন দিয়েছেন, তারই প্রচেষ্টায় আবারো এ বন্দর নতুন করে গতি সঞ্চার করেছে। হাজার হাজার শ্রমিক-কর্মচারী এ বন্দরে চাকুরীর মধ্যদিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিগত বিএনপি-জামায়াত জোটের আমলের বিমাতা সুলভ আচরণে এই বন্দরে অচলাবস্থার সৃষ্টির মধ্যদিয়ে এটি মৃত বন্দরে রুপ নেয়। তৎকালীন বিএনপি-জামায়াত সরকার বন্দরের পশুর চ্যানেল খননের জন্য মাত্র ৫৭ কোটি টাকার অনুমোদন না দেয়ায় নাব্যতা সংকটের কারণে দীর্ঘ ৫ বছর এ বন্দরে কোন জাহাজ ভিড়তে পারেনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পশুর চ্যানেল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় এখন মোংলা বন্দর অধিক গতিশীল ও আধুনিক বন্দরে পরিনত হয়েছে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে মোংলা পোর্ট পৌরসভার চেয়ারম্যান ছিলেন মোল্লা আব্দুল জলিল। তার সময়েও এ এলাকায় কোন ধরণের উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালিত হয়নি, হয়েছে শুধু লুটপাট। বৃহস্পতিবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান/রিক্সা শ্রমিক ইউনিয়ন’র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত নেতৃবৃন্দরে শপথ বাক্য পাঠ করান ভ্যান/রিক্সা শ্রমিক ইউনিয়নেয়র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান. পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুস সালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমানা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি টি,এ ফারুক।