মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের নব নির্বাচিত নেতৃবৃন্দদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোাদ্ধা শেখ আ: রহমান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু, ওয়াচম্যান সংঘের সভাপতি মানিক মোল্লা ও সাধারণ সম্পাদক মো: বাবুল ফকিরসহ নেতৃবৃন্দরা।