মোংলা-রামপালের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে…তালুকদার আব্দুল খালেক

প্রকাশঃ ২০১৮-০২-১৫ - ১৮:১৭

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সাংসদ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছেন। কারণ বছরের প্রথম দিন ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কেবল শেখ হাসিনা সরকারই করতে পেরেছেন। অন্য কোন সরকার যা কোন দিনই পারেনি। এছাড়া প্রধানমন্ত্রী সরকারীভাবে সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য টিফিন ব্যবস্থা চালুরও উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে চাঁদপাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আজকের এই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এক সময়ে মোংলাবাসীর জন্য স্বপ্ন ছিল। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এখানকার প্রত্যেকটি বাড়ীতে আমরা বিদ্যুৎ সংযোগ পৌছে দিবো। যাতে কোন অবস্থাতেই যেন আমাদের ছেলে-মেয়েরা আলোর অভাবে লেখা-পড়া থেকে বঞ্চিত না হয়। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নই আজ রামপাল-মোংলা পৃথিবীর মানুষের কাছে পরিচিত, কারণ রামপালের পাওয়ার প্লান্ট সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। মৃত প্রায় মোংলা বন্দরকে পুনরায় সচল, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, রামপালের ফয়লায় খানজাহান আলী বিমান বন্দর, মোংলা ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলসহ এখানকার সকল দৃশ্যমান উন্নয়নই কেবল প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
পরে প্রধান অতিথি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ৩টি মাদ্রাসা ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ জন ছাত্র-ছাত্রীর হাতে এ স্কুল ব্যাগ তুলে দেন। দরিদ্র মেধাবীদের লেখা-পড়ায় আরো বেশি আগ্রহী করে তোলার লক্ষ্যেই চাঁদপাই ইউনিয়ন পরিষদের এলজিএসপি’র বরাদ্দ থেকে ৭৭ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে এ উপজেলায় এটাই প্রথম ব্যতিক্রম উদ্যোগ ও আয়োজন বলে জানিয়েছেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণী এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও চাঁদপাই ইউনিয়ন পরিষদের সচিব বিকাশ বিশ্বাস।