মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় বৃহস্পতিবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। আর এ ঝড়-বৃষ্টি আরো ২/১ দিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আরো জানায়, আপাতত তিন নম্বর থেকে সতর্ক বার্তা না বাড়লেও একই সংকেত এই মূহূর্তে নামছেও না।
গত ২/৩ দিন ধরে এ এলাকা জুড়ে দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে বিঘিœত হচ্ছে বন্দরে অবস্থানরত ৮টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ। এদিকে বুধবার রাতে আকস্মিক ঝড়ে পৌর শহরের কুমারখালীসহ আশপাশ এলাকায় কাঁচা-পাকা ঘরবাড়ী ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। কুমারখালী এলাকার বাসিন্দা ব্যবসায়ী, রাজনীতিক ও সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, মঙ্গলবার রাতের ঝড়ে তার নিজের অটো রাইস মিলের চাল, দেয়াল, গোডাউনের দেয়াল ও দুইটি কাঠ-টিনের ঘর বিধ্বস্ত হয়েছে।