মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে সুতালড়ী গ্রামের জলিল বয়াতীর ছেলে কামরুল ইসলাম বয়াতীকে(৪০) তার নিজ বাড়ি থেকে থানা পুলিশ গ্রেফতার করে। তার নিকট থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কামরুলকে গাঁজাসহ হাতানাতে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কামরুল একজন পেশাদার মাদক বিক্রেতা। তার নামে ঢাকার শিবচর থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।