মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

প্রকাশঃ ২০২৩-০১-২৯ - ১২:৪৭

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এক দিনমজুর পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার খাউলিয়া গ্রামের দিনমজুর খলিলুর রহমানের সাথে প্রতিবেশী একই গ্রামের সরোয়ার খানের বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন বুধবার বিকেলে পরিকল্পিতভাবে ৫/৬জন সংঘবদ্ধভাবে পথ রোধ করে দিনমজুর খলিলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর জখম করে। এ সময় তার ডাকৎচিকারে স্ত্রী শাহিনুর বেগম (৪৪) উদ্ধার করতে আসলে তার ওপর ও তার মেয়ের শাশুড়ি সোনাবরু বিবি (৬৮) বৃদ্ধকেও পিটিয়ে আহত করে হামলাকারিরা। এ ব্যাপারে আহত খলিলুর রহমানের মেয়ে খাদিজা বেগম বাদি হয়ে শামীম শেখ সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ সর্ম্পকে থানা অফিসার ইনর্চাজ মো. সাইদুর রহমান বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।