মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে লোকমান মাঝি(৫০) নামে এক ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ১২টার দিকে বারইখালী গ্রামের পান বিক্রেতা লোকমান মাঝি ও তার স্ত্রী নেহারু বেগমকে মারপিট করে প্রতিবেশী ইউনুস ও তার লোকজন। লোকমানকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোকমানের স্ত্রী নেহারু বেগম ও ছেলে আরিফ মাঝি বলেন, পার্শ্ববর্তী ইউনুছ হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে ইউনুছের সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায় মারপিট করে। থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, লোকমান মাঝিকে পিটি করেছে এমন অভিযোগ লোকমান মাঝি আমার কাছে করে থানা থেকে নেমে যাবার সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে পাঠালে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। তার পরিবার থেকে তাকে হত্যার অভিযোগ করছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুলতান হাওলাদারের ছেলে ইউনুছকে(৪০) আটক করা হয়েছে।