মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যম তেলিগাতী ও পাশের গ্রামের ৪বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। সিদ কেটে ও বেড়া কেটে ঘরের মধ্যে প্রবেশ করে স্প্রে করে সকলকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছেন, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আ. সাত্তার মীর, আ. কুদ্দুস শেখ, এনছান শেখ, হাসান আলী মীর ও পাশের যশোদি গ্রামের আ. মজিদ শেখের বাড়িতে প্রবেশ করে অজ্ঞত নামা চেরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত হাসান মীর বলেন, চেতনা নাশক স্প্রে করে সকলকে অচেতন করে তার শোকেচে রক্ষিত নগদ ৩লাখ ১৮হাজার টাকা ও ৬ভারি গহনা নিয়ে যায়। এতে তার ৮লাখ ৮১হাজার টাকার ক্ষতি হয়। তিনি শুক্রবার সংশ্লিষ্ট থানায় বাদি হয়ে মামলা করলে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। রাত জেগে এলাকা পাহাড়া দিতে হচ্ছে। তারা পুলিশী টহল জোরদার করার দাবি জানান।