মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে আপন বড় ভাইয়ের নিকট পাওনা টাকা চওয়ায় সীমাহীন অত্যাচার নির্যাতন ও হামলার ঘটনায় বুধবার থানায় মামলা করেছেন ছোট ভাই। উপজেলার মোল্লারকুল গ্রামের মৃত ধলা মিয়া মোল্লার বড় ছেলে লায়েক মোল্লাসহ তার পরিবারের সদস্যদের হামলায় ছোট ছেলে ফায়েক মোল্লাসহ তার পরিবারের কয়েক সদস্য যখম হওয়ার ঘটনায় এমামলা হয়।
মামলার বিবরণে প্রকাশ-কিছুদিন পূর্বে বড়ভাই লায়েক মোল্লা (৫৫) ছোট ভাই ফায়েক মোল্লা’র থেকে পঞ্চাশ হাজার টাকা কর্য/ধার নেন। ঘটনার দিন গত রোববার সকালে উক্ত টাকা চাওয়ায় ছোট ভাইয়ের উপর চড়াও হয়ে মারপিট শুরু করে বড় ভাই ও ভাবীসহ তাদের সন্তানেরা। ওই সময় ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানর তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে যখম করে হামলাকারীরা। উক্ত হামলার ঘটনায় ছোট ভাই ফায়েক মোল্লা’র স্ত্রী গুরুতর যখমী রোকেয়া বেগম মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।