মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় ঘরে থাকা অসহায় দরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আ’লীগ নেতা সমাজসেবক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান (মনি মিয়া) ও মোঃ জিকরুল আলম মিয়া। সোমবার সকালে কাহালপুর পূর্বপাড়া এলাকায় অসহায় দরিদ্র পঞ্চাশটি পরিবারের বাড়িতে পাঁচ কেজি করে চাল, ডাল, লবন, আলু পিয়াজ ও তেল বিতরণ করেন ওই দুই নেতা। এসময় তারা নিজেদের কাঁধে করেও খাদ্যসামগ্রী পৌছে দেন এবং করোনা দূর্যোগ মোকাবেলায় সরকারের আদেশ মেনে সকলকে ঘরে থাকার অনুরোধ করেন।