মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে কোভিড-১৯ বা করোনা ভাইরাস পরীক্ষার জন্য আদরী আক্তার (২২) নামের মৃত এক নারী পুলিশ সদস্য’র নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ছোট কাচনা গ্রামে নিজ বাড়িতে মৃত্যু’র পর দুপুর ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানান-১৪দিন পূর্বে চলতি মাসের ১৪ তারিখে স্থানিয় একটি ক্লিনিকের সহায়তায় স্বাভাবিক প্রক্রিয়ায় একটি কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। সন্তান প্রসবের পূর্বে এবং পরে শ্বাস কষ্ট থাকায় খুমেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। খুমেক থেকে হার্ট ও ফুসফুসের চিকিৎসা নিয়ে গত ৪/৫ দিন ধরে বাড়িতে অবস্থান করছিলেন আদরী আক্তার। তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলেও জানান ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী মোঃ গোলাম কবীর জানান-আদরী আক্তার খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য ছিলেন।