মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে বেপরোয়া চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় তামিম শেখ নামে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলাধীন সরকারী পুকুর স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম শেখ স্থানীয় সুড়িগাতী গ্রামের ইসমাইল শেখ ও মহিলা মেম্বার পান্না বেগমের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়-তামিম রাস্তার পাশ দিয়ে হাটছিলো। এসময় মোল্লাহাটের দিক হতে ফকির হাটের দিকে বেপরোয়া গতির কাভার্ড ভ্যান খুলনা মেট্রো-ন-১১-১৩৬৪ তামিমকে ধাক্কা দেয়। ওই ঘটনায় তামিম রাস্তায় পড়ে যায়। তখন তাকে উদ্ধার করে খুলনা সিটি ইমেজিং হাসপাতালে নেয়া হলে অল্প কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। স্কুলছাত্র তামিমের মৃত্যুর খাবর ছড়িয়ে পড়ায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এবিষয়ে সংশ্লিস্ট হাইওয়ে থানার ওসি বলেন-বেপরোয়া গতিতে চালিত ঘাতক কাভার্ডভ্যান তারা আটক করেছেন।