মোল্লাহাট : মোল্লাহাটে নিয়মিত পরিদর্শনকালে একটি বেসরকারি ক্লিনিক হতে সরকারি ঔষধ উদ্ধার ও নগদ অর্থ দন্ড করা হয়েছে। সিভিল সনার্জন ডাঃ কে,এম হুমায়ূন কবির ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস সোমবার বিকেলে উপজেলা সদরের একটি ক্লিনিক পরিদর্শন কালে প্রায় ২৫ হাজার টাকা মুল্যের এ ঔষধ উদ্ধার করেন। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফরা তাসনীন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, মা ক্লিনিকটি পরিদর্শনে গিয়ে সেবিকার কক্ষে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি ওষুধ দেখতে পায়। এসময় সরকারি ওই ওষুধ জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাফ্ফরা তাসনীন জানান, ওই ক্লিনিকে ইনজেকশন,ট্যাবলেট এবং ক্যাপসুল মিলে বিক্রয় নিষিদ্ধ ১২ ধরণের সরকারি ওষুধ পাওয়া গেছে। ভ্রাম্যমান আদালতে ক্লিনিক মালিক মো. কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।