মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে ডেঙ্গু-মশক নিধন কার্যক্রমে ফগার মেশিন যুক্ত হয়েছে। সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধনের মাধ্যমে একটি নতুন ফগ্রার মেশিন যুক্ত করা হয়। উপজেলা পরিষদ, এর আশ-পাশ ও সকল ইউনিয়ন পরিষদসহ প্রয়োজন মাফিক সর্বত্র এর ব্যবহার হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কে,আর, কলেজ অধ্যক্ষ এল, জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা ও জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মহিদুল কবির প্রমূখ।