মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে সোমবার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকাল ১০টায় জেজেএস ক্রেইন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভাঃ প্রাঃ) ডাঃ মোঃ আশাদুজ্জামান, আরএমও ডাঃ মোঃ নাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও মনোরঞ্জন পাল, উপজেলা সমন্বয়কারী আব্দুল মালেক, নিউট্রেশন স্পেশালিষ্ট সেলিনা আক্তার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, জেজেএস এর আক্তারুজ্জামান সোহেল, মহিমা আক্তার, সত্যরঞ্জন বিশ্বাসসহ কমিটির সদস্যবৃন্দ।