মোল্লাহাটে প্রতিপক্ষের হামলায় শিশু সন্তানসহ তিন মহিলা যখম

প্রকাশঃ ২০১৮-০৩-২০ - ১৯:২২

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে দূর্ঘটনায় স্বামীর মৃত্যুর মাত্র তিনমাস পার হতেই দুই শিশু সন্তানসহ বিধবা মহিলাকে উচ্ছেদ চেষ্টায় নিকটাত্মীয় ও লোভী প্রতিবেশীদের হামলায় তিন মহিলা যখম হয়েছে। উপজেলার শাসন গ্রামে মঙ্গলবার ১১টার দিকে অমানবিক ওই ঘটনা ঘটে। হামলার ওই ঘটনায় আহতরা হলেন-দূর্ঘটনায় মৃত বিজিৎ মালাকারের স্ত্রী শিউলি মালাকার (২৮), শাশুড়ী চম্পা খা (৬০) ও শালিকা শিবানী (২০)।
উক্ত ঘটনায় আহতরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেয়াসহ থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ ও ভিকটিম সুত্র জানায়-ওই গ্রামের বিজিৎ মালাকার গত ১৫ ডিসেম্বর মটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে মৃত বিজিত মালাকারের নিজস্ব ফাকা বাড়ীতে তার বিধবা স্ত্রী শিউলি মালাকার (২৮), মেয়ে কংকা মালাকার (১০) ও ছেলে বর্ণ মালাকার (৪) থাকতে ভয় পান। যে কারনে স্ত্রী শিউলি মালাকার তার মা চম্পা খা ও বোন শিবানী’কে নিয়ে ওই বাড়ীতে থাকছেন। বিজিৎ মালাকারের মৃত্যুর পর অসহায় ওই পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু করে তাদের কয়েক নিকটাত্মীয়/প্রতিবেশী। উক্ত ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বিধবা পরিবারকে অত্যাচার নির্যাতনের সুযোগ খুজতে থাকে তারা। ঘটনার দিন বিধবা শিউলি তার মেয়ে কংকাকে শাসন করতে চড় মারেন। নিজের মেয়ে কংকা মালাকার’কে চড় মারার প্রতিকারের অযুহাতে প্রেিবশী মৃণাল বিশ্বাস, রিগান মালাকার, ঝুমুর মালাকার ও অঞ্জলি মালাকার একযোগে এলোপাথাড়ী হামলা চালিয়ে যখম করে উক্ত তিন মহিলাকে। ভিকটিম পরিবার উক্ত ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন।