মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধ করতে চিঠির প্রতিবাদসহ পাঁচ দফা দবীতে মোল্লাহাটে মানববন্ধন করেছে বাগেরহাট জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে লিখিত বক্তব্যে প্রকাশ, বিড়ি শিল্পে প্রায় বিশ লক্ষ শ্রমিক রয়েছে। যা বিবেচনা করে গরীব দুঃখী মানুষের শ্রমবান্ধব জননেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা গত ২০০৯-১০ অর্থ বছরের বাজেট বক্তৃতায় বলেছিলেন, বিড়ি সাধারণত গরিব মানুষ ব্যবহার করে এবং গরিব ও সাধারণ মানুষ এখানে কাজের সুযোগ পায়। পক্ষান্তরে সাবের হোসেন চৌধূরী গত ৫তারিখে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের জন্য। সাবের হোসেন চৌধূরীর উক্ত চিঠির প্রতিবাদ করেন শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়া তাদের পাঁচ দফা দাবী সমূহ হলো ঃ-১. বিড়ির উপর সকল প্রকার কর প্রত্যাহার করতে হবে। ২. ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করতে হবে। ৩. যতদিন বিড়ি শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা না করা হবে, ততোদিন বিড়ি শিল্পতে কোন প্রকার শুল্ক বৃদ্ধি করা যাবেনা। ৪. উচ্চস্তরের সিগারেটের মূল্য ও সম্পূরক শুল্ক অধিক হারে বৃদ্ধি করতে হবে এবং ৫.কম দামী ও বেশি দামী সিগারেটে সম্পূরক শুল্ক বুদ্ধি করতে হবে।
ওই প্রতিবাদ ও মানববন্ধনে লিখিত বক্তব্য ছাড়াও নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্যদেন মোঃ আতিয়ার রহমান, জিপুলি বেগম, আলি হোসেন ও শিউলি বেগম প্রমূখ।