মোল্লাহাটে ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব

প্রকাশঃ ২০২৩-০১-২৮ - ১৭:০৫

মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটের ৪নং কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামে শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় প্রদর্শনী বেড পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্রশ্রী বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপপরিচালক (ডিএই, বাগেরহাট) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোল্লা আলমগীর হোসেন ও সাইফুর রহমান, সুবিধাভোগি কৃষক আব্দুল হামিদসহ স্থানীয় কৃষকগন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমি ও অনাবাদী রাখা যাবেনা, বাংলাদেশ একটি ছোট দেশ, আমাদের জমি ও কম। আমরা নানাবিধ উপায়ে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছি। ২০১৫ সালে আমাদের ভাসমান সবজি চাষ পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে। ভাসমান বেডের সবজি স্বাস্থ্যের জন্য অনেক নিরাপদ। এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয়না। ফলন ও অনেক ভাল তাই এই চাষ পদ্ধতি সম্প্রসারণ করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কৃষক আ: হামিদের চাষ দেখে আরো কৃষকগন উৎসাহিত হউক এবং ভাষমান বেডে চাষাবাদ করুক এটাই আমাদের প্রত্যাশা।