মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী ’’মানবিক সহায়তা” প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অসহায়/ভিক্ষুকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এছাড়া মানবিক খ্যাদ্য সহায়তা কর্মসুচির আওতায় ১০ টাকা কেজির চাল বিক্রয় পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো শাজাহান, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও এস,কে, হায়দার মামুন প্রমূখ। ওই সকল মানবিক সহায়তা পেয়ে খুশি অসহায়রা।