মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : দুর্নীতি মামলায় বিএনপি’র চেয়ারপার্চন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত কর্তৃক পাঁচ বছরের জেল/সাজার রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছল ও মিষ্টি বিতরণ করেছে মোল্লাহাট উপজেলা যুবলীগ। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত রায় ঘোষণার পর শনিবার আনন্দ মিছিল ও উপজেলা আ’লীগ অফিস চত্বর ও মোল্লাহাট বাজারে এ মিস্টি বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই আ’লীগ অফিস চত্বরে সমবেত হতে থাকে যুবলীগ নেতা-কর্মী। তাদের সকলের দৃষ্টি ছিলো টিভির পর্দায়। কখন আদালত খালেদার বিরুদ্ধে দর্নীতি মামলার রায় দেন সেই খবরের আশায়। পরে যখনি রায় ঘোষণা হয়, তাৎ ক্ষণিক নিকটস্থ দোকান থেকে মিষ্টি এনে প্রথমে নিজেদের মাঝে ও পরে আশ-পাশের দোকান মালিক ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে বিজয় মিছিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, আ’লীগ নেতা অধ্যাপক নওশের আলী নসু, আব্দুল মান্নান রুহুল, সুখ ফকির, আব্দুস সবুর, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ও প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ আমিনুর মোল্লা ও এস,এম ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক মাফিজ চৌধূরী, সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ বিশ্বাস, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু, পরাগ, এসডি অজিত, রমজান শরীফ, মুকুল মিয়া ও আসাদ প্রমূখ।