মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের গোয়াল থেকে পাঁচ’টি (সকল) গরু দূর্ধর্ষ প্রতিপক্ষ চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার গাংনী রহমতপাড়া এলাকার মোঃ ফিরোজ শেখের গোয়ালের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষের সন্দেহজনক ১০ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন ফিরোজ শেখ।
অভিযোগে প্রকাশ-গত মঙ্গলবার সন্ধায় গরু গুলো গোয়ালে রাখেন কৃষক ফিরোজ শেখ। ওই সময় প্রতিপক্ষের মোসলেম শিকদারের ছেলে মাসুদ (৩৫), সোহেল শিকদার (২৬), ইয়াসিন শিকদার (২০) ও সিরাজ শিকদার (২২)সহ কালু শেখ (৩৫), সজিব শেখ (২৫), সুলতান শেখ (২৬), আল আমিন শেখ (২০), মোয়াজ্জেম শেখ (২২) ও ইয়াসিন শেখ (২০) গোয়ালের চার পাশ দিয়ে বারবার ঘোরা-ঘুরিসহ গরু গুলো লক্ষ করছিলো। ওই রাত শেষে ভোর সাড়ে ৫টার দিকে দেখেন, গোয়ালে একটি গরুও নাই। যার মূল্য অনুমান-তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
স্থানিয় গাংনী পুলিশ ক্যাম্প আইসি উপ-পুলিশ পরিদর্শক আবু তাহের’কে তার ০১৭১২৯৯২৯১৪ মোবাইলে ফোন করলে তিনি বলেন-প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে।
প্রতি পক্ষের মোসলেম শিকদারের স্ত্রী সুবি বেগম বলেন- ঘটনার রাতে তার ছেলেরা ঘরে ছিলো, তারা বের হয় নাই, চুরিও করে নাই।
মোবাইল ফোন রিসিভ না করায় থানা ওসি’র বক্তব্য পাওয়া যায় নাই।