বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে ২কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, বাগেরহাটের ফতেপুর গ্রামের হারুন শেখের ছেলে হায়দার আলী শেখ (২০) ও পিরোজপুরের চালিতাখালি গ্রামের মহসিন সরদারের ছেলে সাইদুল সরদার (২৩)। এ ঘটনায় সোমবার মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিক এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে। তাদের হাতে থাকা ব্যাগের মধ্য হতে পুলিশ ২ কেজি গাঁজা উদ্ধার করে।