যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি আনিছুর, সাধারণ সম্পাদক নাজমুল

প্রকাশঃ ২০১৮-০১-০৯ - ২০:৪৩

রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (যবিপ্রবিশিস) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেনেটিক অ্যান্ড বায়ো টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে শিক্ষক সমিতির নির্বাচন শেষে ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রধান নির্বাচন কমিশনার ড. জাকির হোসেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে যবিপ্রবি শিক্ষক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির ১৭৪ ভোটারের মধ্যে ১৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি পদে ড. আনিছুর রহমান পেয়েছেন ৬৮ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা পান ৬৬ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ড. নাজমুল হাসান পেয়েছেন ৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেনেটিক অ্যান্ড বায়ো টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মশিয়ার রহমান পেয়েছেন ৫২ ভোট।

শিক্ষক সমিতির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী এগ্রো প্রডাক্ট প্রসেসিং অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. কে এম দেলোয়ার হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মজনুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক দেবেন্দ্র নাথ রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাফিউল হাসান। সদস্য পদে সর্বোচ্চ ১০৯ ভোটে ইন্ডাস্ট্রিয়াল আ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, ৯৮ ভোটে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস সামাদ, ৯৭ ভোটে রসায়ন বিভাগের প্রভাষক আতাউল কবির, ৯৫ ভোটে গণিত বিভাগের প্রভাষক সমীরণ ম-ল এবং ৮৮ ভোট পেয়ে অ্যাকান্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র তালুকদার নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর শিক্ষক সমিতির নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাছুম বিল্লাহ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাক্টশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক চিত্রলেখা কর্মকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যানগণ ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।