রবিউল ইসলাম মিটু, যশোর : দেশের প্রথম আইটি পার্ক করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন বিভাগ আন্দোলন পরিষদ। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের বৃহৎ স্থল বন্দর যশোরে। একটি বিশ্ববিদ্যালয়, তিনটি মেডিকেল কলেজ, বিমানবন্দর, সেনানিবাস, রেলওয়ে জংশন, নওয়াপাড়ার শিল্পবন্দর, কেন্দ্রীয় কারাগার, শিক্ষাবোর্ডসহ সরকারের কয়েকটি বিভাগীয় অফিস রয়েছে। প্রাকৃতিক দুর্যোগমুক্ত যশোরের সাথে কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনারসহ আশেপাশের জেলাগুলির সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বিভাগের উপযোগী তথ্য তুলে আরও বলেন, যশোরের ইতিহাস, ঐতিহ্য রয়েছে। এ জেলার মাছ চাষ, ফুল চাষ, কাস্টমস থেকে সরকারের রাজস্ব আদায় দেশের অন্য যে কোন জেলা থেকে বেশি। ১৭৮১ সালে বৃটিশ ভারতের প্রথম জেলা যশোরে দেশের সর্বোবৃহৎ দ্বিতল কালেক্টরেট ভবন রয়েছে। এই ভবন থেকে খুব সহজেই বিভাগীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহবায়ক অ্যাড. এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গণপরিষদের সদস্য ময়নুদ্দিন মিয়াজী, অ্যাডভোকেট আব্দুস শহীদ লাল, কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, মাস্টার নূর জালাল, মাষ্টার তারাপদ দাস, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, হারুন অর রশিদ, মাহামুদুল হাসান বুলু সংগঠনের সদস্য সচিব হাবিবুর রহমান খান হাবীব প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভা থেকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বলেন, সরকার দলীয় অনেক এমপি ইতোমধ্যে সংসদে যশোরকে বিভাগ ঘোষনার দাবি তুলেছেন। যশোর বাসীও এ দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছেন।