যশোরঃ সরকারি কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে যশোরে তিনদিনের কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার আট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে যশোর পৌরসভায় রোববার প্রথম দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মকছেদ আলী, যশোর জেলা কমিটির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া পৌরসভা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জামাল, বাঘারপাড়ার সভাপতি আফজাল হোসেন, কেশবপুরের সভাপতি পলাশ সিংহ, বেনাপোলের সভাপতি রফিকুল ইসলাম, চৌগাছার সভাপতি কালিমুল্লাহ সিদ্দিক, ঝিকরগাছার সভাপতি শাহআলম মিন্টু, মণিরামপুরের সভাপতি শাহিনুল হাসান প্রমুখ।