যশোর অফিস: বিদ্রোহী সাহিত্য পরিষদ,যশোরের (বিএসপি) উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে শোক সভা ও ১৭৫তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু ও কবি ড. শাহনাজ পারভীন। শোকসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহযোদ্ধা প্রয়াত কবি স্বপন মোহাম্মদ কামালের স্ত্রী রিজিয়া কামাল বুলবুলি, ছেলে হামজা কামাল এবং ভাই কবি শফিকুল ইসলাম।
কবি স্বপন মোহাম্মদ কামাল ও রবিউল ইসলাম মিটু’র স্মরণ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, আহমদ রাজু, নূরজাহান আরা নীতি, আবুল হাসান তুহিন, শাহরিয়ার সোহেল, আরশি গাইন, সাধন কুমার অধিকারী, মামুন আজাদ, রফিকুল পাশা, সাইদুর রহমান।
এছাড়া কবিতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেন কমলেশ চক্রবর্তী, শেখ হামিদুল হক, রহমান মুজিব, রাশিদা আক্তার লিলি, এস.এম শরিফুল আলম, গোলাম রসুল, আবদুল আলিম, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, শ্রী বৈদ্যনাথ মন্ডল, রেজাউল করিম রোমেল, শ্যামল কান্তি সরকার, শংকর নিভানন, ডা. অরুপ কুমার বিশ্বাস, সুমন বিশ্বাস, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, নাসির উদ্দিন, অ্যাড. মাহমুদা খানম, নজরুল ইসলাম, মাস্টার লুৎফর রহমান, চয়নবাবু কর প্রমূখ।
শোক সভার শুরুতে কবি স্বপন মোহাম্মদ কামাল ও রবিউল ইসলাম মিটু’র আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।