রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের এআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন। বুধবার পুলিশ-১ অধিশাখার উপসচিব মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা কার্যকর করা হয়। মো. মনিরুজ্জামান যশোর জেলার ঝিকরগাছার বাসিন্দা।
মনিরুজ্জামান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশ বিভাগে চাকুরী লাভ করেন। এই দেড় যুগে ন্যায়-নিষ্ঠা, সুনাম এবং আত্মতৃপ্তির সাথে দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দুইবার জাতিসংঘ শান্তি পদক (টঘ চবধপব গবফধষ), বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)’, দুবার ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)’ পদক পেয়েছেন তিনি। এআইজি (কনফিডেন্সিয়াল) হিসাবে কাজ করার পূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘কসোভো’ এবং ‘সুদানে’ উচ্চপরিসরে কাজ, ইন্টারপোল, জাতিসংঘের পুলিশ অফিসার নির্বাচক কমিটিতে কাজ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।