রবিউল ইসলাম মিটু, যশোর : একটি ভাল কবিতা কখনো মরে না। মানুষকে সারাজীবন বাঁচিয়ে রাখে। আর সেই কবিতা যারা লেখেন সেই কবিরও সারা জীবন মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকেন। কবির কবিতা আমৃত্যু মানুষ স্মরণ করে। শুক্রবার সকালে তরুণ কবি আকরাম হোসাইনের মৃত্যুতে স্মরণসভায় বক্তারা একথা বলেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদ,যশোর আয়োজিত অকাল প্রয়াত তরুণ কবি আকরাম হোসাইনের’র স্মরণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।
যশোর শহরের বিমানবন্দর সড়ক পুরাতন কসবায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি আমিরুল ইসলাম রন্টু, কবি পদ্মনাভ অধিকারী, কবি ড. শাহনাজ পারভীন, কবি মোকাররম হোসেন এবং কবির মাতা আছিয়া খাতুন
নিবেদিত কবিতা পাঠ করেন কবি শাহরিয়ার সোহেল, কবি নূরজাহান আরা নীতি, কবি আরশি গাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, গাজী শহিদুল ইসলাম, আবুল হাসান তুহিন, রেজা ম-ল, শাহিদুর রহমান, আব্দুর রশিদ, স্বপন মোহাম্মদ কামাল, রবিউল হাসনাত সজল, মামুন আজাদ, সানজিদা ফেরদৌস প্রমূখ। এছাড়া স্মরণ সভায় বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবিসহ পেশাজীবি সদস্যরা উপস্থিত ছিলেন।