রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরের আঞ্চলিক বিশ্ব ইজতেমায় মুসল্লীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করছে রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রাল। বৃহস্পতিবার সকাল থেকে গভীররাত পর্যন্ত ইজতেমা মাঠ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহ¯্রাধিক রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসাসেবা প্রদান করেন ডা, আকরাম হোসন। এসময় উপস্থিত ছিলেন, রোটারী সেন্ট্রাল ক্লাবের চ্যাটার্ড প্রেসিডেন্ট চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকু, প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রোটা: রুকুনউদ্দৌলাহ, প্রেসিডেন্ট মোর্তুজা আলী, পাস্ট প্রেসিডেন্ট যোগেশ চন্দ্র দত্ত, পিপি জাহিদ আহমেদ লিটন, পিপি আব্দুল আলীম, ক্লাব সেক্রেটারি মনির হোসেন, মেডিকেল ক্যাম্পের চেয়ারম্যান সোলায়মান মহি সবুজ, রো: টিটো, মিল্টন প্রমুখ। মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিল জেনারেল ফার্মাসিটিউক্যালস কর্তৃপক্ষ।
গতবারের ইজতেমায় রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রাল ১০ সহ¯্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছিল।